গ্রেট ব্যারিয়ার রিফ

গ্রেট ব্যারিয়ার রিফ এটা পৃথিবীর সর্ববৃহৎ coral reef ecosystem । এটা অস্ট্রেলিয়ায় অবস্তিত এবং এই দ্বীপে প্রায় ১০০০০ প্রজাতীর মধ্যে ১৫০০ প্রজাতীর মাছ ও ২০০ প্রজাতীর পাখি এখানেই পাওয়া যায় ।

গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ যা ২,৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত।রিফটি অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত।মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। প্রবাল, পলিপস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা এই রিফ কাঠামো গঠিত। এখানে অনেক প্রানের অস্তিত্ব আছে, ১৯৮১ সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়। সিএনএন এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচার্য্যের একটি বলে ঘোষণা করে।কুইন্সল্যান্ড ন্যাশনাল ট্রাস্ট এই রিফকে কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীক হিসেবে ঘোষণা করে।


No comments

Powered by Blogger.